১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

মাহমুদউল্লাহ-মিরাজদের ডিপিএল শুরু আজ

প্রতিনিধি :
স্বাধীন কন্ঠ
আপডেট :
মার্চ ১২, ২০২৪
57
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

স্পোর্টস ডেস্কঃ ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে ক্রিকেট পাড়ায় উৎসাহের কমতি নেই। বছরখানেক আগে সাকিব আল হাসান বিপিএলের অব্যবস্থাপনার তুলনা দিতে গিয়ে বলেছিলেন, বিপিএলের চেয়েও কিছুক্ষেত্রে ডিপিএলের আয়োজন ভালো। ঢাকার এই ঘরোয়া ক্রিকেট খেলতেই এককালে বাংলাদেশে এসেছিলেন ওয়াসিম আকরাম, সনাৎ জয়সুরিয়াদের মতো তারকারা।

সেই ডিপিএলের আসর শুরু হয়েছে গতকাল। গতকাল নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে সাকিব আল হাসানের দল শেখ জামাল এবং তামিম ইকবালের প্রাইম ব্যাংক। যদিও তামিম মাঠে থাকলেও, এদিন খেলেননি সাকিব। আর আজ ডিপিএলে নিজেদের মিশন শুরু করবে মাহমুদউল্লাহ রিয়াদ এবং মেহেদি হাসান মিরাজের মোহামেডান। আজ সকাল ৯টায় সিটি ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মোহামেডানের মৌসুম।

গত মৌসুমে মোহামেডানে ছিলেন সাকিব। এবার তাকে ছেড়ে দিয়েছে মতিঝিলের ক্লাবটি। সাকিবের ঠিকানা এখন শেখ জামাল ধানমণ্ডি। মোহামেডানে চলতি মৌসুমে তারকার ছড়াছড়ি নেই সেই অর্থে। মাহমুদউল্লাহ ও মিরাজকেই বলা যেতে পারে বড় তারকা। এদুজনকেও আবার মৌসুমের প্রথম দিকে পাওয়া যাবে না শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের কারণে।

ব্যস্ত থাকলেও নিজেদের ক্লাবের জন্য ঠিকই বার্তা পাঠিয়েছেন দুই তারকা। চট্টগ্রাম থেকে ভিডিওবার্তার মাধ্যমে জানিয়েছেন শুভকামনা। গতকাল জার্সি উন্মোচনের সময়েও এই দুজনের জন্য জায়গা ছেড়েই দাঁড়িয়েছিলেন মোহামেডানের বাকি খেলোয়াড়রা।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram