২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

মোটরসাইকেল চালানো নিষেধাজ্ঞা ৭০৭ এলাকায়

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ডিসেম্বর ৩০, ২০২১
9
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
মোটরসাইকেল চালানো নিষেধাজ্ঞা ৭০৭ এলাকায়
ফাইল ছবি | ছবি : মোটরসাইকেল চালানো নিষেধাজ্ঞা ৭০৭ এলাকায়

ডেস্ক রিপোর্টঃ পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে ৭০৭টি ভোটের এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন উপলক্ষে আগামী ৩ জানুয়ারি মধ্যরাত ১২টা থেকে ৬ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকবে। ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান বলেন, মোটরসাইকেলসহ ৪ জানুয়ারি মধ্যরাত ১২টা থেকে ৫ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত সব যন্ত্রচালিত যানও বন্ধ থাকবে। এজন্য জেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য নির্দেশনা দিয়েছে কমিশন।

এতে বলা হয়েছে- পঞ্চম ধাপে ৭০৭টি ইউনিয়ন পরিষদে ৫ জানুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ৪ জানুয়ারি ১২টা থেকে ৫ জানুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছে ইসি। একইসঙ্গে ৩ জানুয়ারি মধ্যরাত ১২টা থেকে ৬ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাদের নির্বাচনী এজেন্ট, দেশি/বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিলযোগ্য।

এছাড়া, নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি/বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরি কাজ যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। অন্যদিকে জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এরূপ নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

আরও পড়ুন>>>রাষ্ট্রপতির শক্তিশালী যুব নেটওয়ার্ক গড়ে তোলার আহ্বান

এদিকে শেষ ধাপে দেশের ১৩৮ ইউনিয়ন পরিষদে ভোট হবে আগামী ৭ ফেব্রুয়ারি। বুধবার (২৯ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশন এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, চেয়ারম্যান, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদের প্রার্থীরা ১২ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১৫ জানুয়ারি বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২২ জানুয়ারি। ভোট হবে ৭ ফেব্রুয়ারি। মোটরসাইকেল চালানো নিষেধাজ্ঞা

প্রথম দিকে ইউপি ভোট নিয়ে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকা ছাড়া অন্যখানে তেমন আলোচনা না থাকলেও সবশেষ দুই ধাপের ভোটে সহিংসতা বাড়লে প্রাণহানির অনেক ঘটনা ঘটে। এরপর সরগরম হয়ে ওঠে নিবার্চনী আলোচনা। নূরুল হুদার কমিশন মধ্য ফেব্রুয়ারিতে নিজেদের মেয়াদ শেষের আগে এইটাই শেষ নির্বাচন।

চলতি বছরের মার্চে ইউপি ভোটের তফসিল দিয়ে ১১ এপ্রিল থেকে নির্বাচন শুরুর কথা ছিল। কিন্তু করোনাভাইরাস মহামারীর মধ্যে সংক্রমণ বেড়ে যাওয়ায় তা আটকে যায়। পরে প্রথম ধাপে ২১ জুন ২০৪ ইউপি এবং ২০ সেপ্টেম্বর ১৬০ ইউপির ভোট হয়। দ্বিতীয় ধাপে ৮৪৬ ইউপির ১১ নভেম্বর এবং তৃতীয় ধাপে ১০০৪টির নির্বাচন হয় ২৮ নভেম্বর, ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ৮৩৬টিতে ভোট হয়। পঞ্চম ধাপে ৭০৭ ইউপিতে ৫ জানুয়ারি ভোট হবে। ষষ্ঠ ধাপে ভোটের তারিখ ৩১ জানুয়ারি এবং শেষ ধাপে ৭ ফেব্রুয়ারি ১৩৮ ইউপিতে ভোটগ্রহণ হবে। মোটরসাইকেল চালানো নিষেধাজ্ঞা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram