২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

মৌলভীবাজারে দু'টি কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল চালকের

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
জুন ১৪, ২০২২
16
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
মৌলভীবাজারে দু'টি কাভার্ডভ্যানের সংঘর্ষে
| ছবি : মৌলভীবাজারে দু'টি কাভার্ডভ্যানের সংঘর্ষে

শাহজাহান সাজু মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারে শ্রীমঙ্গলের হবিগঞ্জ সড়কে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় লোকমান হোসেন নামে প্রাণ হারিয়েছেন অপর কাভার্ড ভ্যানের চালক।

সোমবার (১৩ জুন) মধ্যরাতে শ্রীমঙ্গল পৌর শহরের হবিগঞ্জ সড়কে হাবিব মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক লোকমান হোসেন চট্টগ্রাম খাগড়াছড়ির মানিকছড়ি এলাকার আবু জাফর মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাবিব মার্কেটের বাম পাশে একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট ১৩-৫৩৯৯) চানাচুর আনলোড করার জন্য দাড়ানো ছিল।পেছন দিক থেকে মধুমতি ট্রান্সপোর্টের অপর কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট ২৪-৫৬৮২) ওই ভ্যানটি ধাক্কা দেয়। এতে মধুমতি কাভার্ডভ্যানের চালক লোকমান হোসেন ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন>>>চুয়াডাঙ্গায় স্কুল শিক্ষক নিহত

খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও শ্রীমঙ্গল থানা পুলিশসহ স্থানীয়রা নিউ মধুমতি ট্রান্সপোর্টের কাভার্ডভ্যানটির দরজা কেটে চালক লোকমানকে উদ্ধার করেন।তাৎক্ষনিক তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শারমিন আক্তার লোকমানকে মৃত ঘোষণা করেন।

নিহত চালকের ব্যবহৃত ফোন ও মানিব্যাগে থাকা পরিচয়পত্র দেখে তার নাম, ঠিকানা সনাক্ত করা হয়।
মৌলভীবাজারে দু'টি কাভার্ডভ্যানের সংঘর্ষে
শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক(এসআই) রাকিবুল হাসান জানান, তারা খবর পেয়ে আহত চালককে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে দ্রুত শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। হাসপাতালের চিকিৎসক শারমিন চালককে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজারে দু'টি কাভার্ডভ্যানের সংঘর্ষে
শ্রীমঙ্গল থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন জানান, লোকমান হোসেনের মৃত্যুর বিষয়টি তার পরিবারকে জানানো হয়েছে। রাতেই তার রিবারের লোকজন শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।

তিনি বলেন, আজ মঙ্গলবার ভোরে সুরতহাল প্রতিবেদন তৈরীর পর লাশ মৌলভীবাজার হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram