২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

যশোরের অভয়নগরে গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
জুলাই ২৮, ২০২১
6
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
যশোরে গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
প্রতীকী ছবি | ছবি : যশোরে গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

অভয়নগর প্রতিনিধি যশোরঃ যশোরের অভয়নগর রেলবস্তি থেকে পলি বেগম (৩৫) নামে এক গৃহবধুর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরাদেহ মর্গে পাঠানো হয়েছে।

বুধবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার তালতলাহাট রেলস্টেশন রেলবস্তি থেকে মরদেহ উদ্ধার করে অভয়নগর থানা পুলিশ।

মৃত পলি বেগম উপজেলার তালতলাহাট রেলবস্তি সংলগ্ন গ্যারেজ মিস্ত্রি তারা মিয়ার স্ত্রী।

আরও পড়ুন>>>ঝালকাঠিতে করোনায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেটের মৃত্যু

যশোরে গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
স্বামী তারা মিয়া জানান, আমাদের মধ্যে কোন ধরণের রাগ বা অভিমানের ঘটনা ঘটেনি। দুপুরে এক সঙ্গে ভাত খাওয়া শেষ করে ঘর থেকে বেরিয়ে যায়। ফিরে এসে দেখি গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঘরের আড়ার সঙ্গে স্ত্রীর মৃতদেহ ঝুলছে। পরে পুলিশ এসে মৃতদেহ নামিয়ে থানায় নিয়ে যায়।

তিনি আরো জানান, তার স্ত্রী দীর্ঘদিন ধরে জরায়ু ক্যান্সারে ভুগছিলেন। মাঝে মধ্যে প্রচন্ড যন্ত্রণা হত। যন্ত্রণা সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করতে পারে।

নিহতের একমাত্র মেয়ে মিম (৭)জানান, দুপুরে সে ও তার বাবা-মা এক সঙ্গে খাবার খেয়েছে। এসময় বাবার সঙ্গে মায়ের মধ্যে ওএমএস’র চাল নিয়ে ঝগড়া হয়। খাওয়া শেষ হলে সে ও তার বাবা ঘর থেকে বেরিয়ে যায়। এর বেশি আর কিছু সে জানাতে পারেনি। মিম স্থানীয় দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

যশোরে গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান জানান, বুধবার দুপুর আনুমানিক ২ টার সময় তালতলাহাট রেলবস্তি থেকে পলি বেগম নামে এক গৃহবধুর গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। অপমৃত্যু মামলা রজু করা হয়েছে।

আরও পড়ুনঃ
কঠোর লকডাউন ৫ আগষ্টের পর আর বাড়বে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সাতক্ষীরার কলারোয়ায় সাংবাদিক ইমরান লাঞ্চিত, তিব্র নিন্দা ও প্রতিবাদ
যশোরের শার্শায় ষষ্ট শ্রেণীর ছাত্রীকে মুখ চেপে জঙ্গলে নিয়ে গনধর্ষন আটক-১
বরিশালের বানারীপাড়ায় আয়রণ ব্রিজের বরাদ্দে সাঁকো নির্মাণ !
রংপুরে অক্সিজেন সিলিন্ডার পাচারের দুই প্রতারক আটক
নোয়াখালী অক্সিজেনের অভাবে নারীর মৃত্যুর অভিযোগে ভাঙচুর
নড়াইলে সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ চেক প্রদান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram