৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

যশোরে রাসেল হত্যা মামলার দুই আসামির আদালতে আত্মসমর্পণ

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ফেব্রুয়ারি ২, ২০২১
23
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
যশোরে হত্যা মামলা আত্মসমর্পণ
ফাইল ফটো | ছবি : যশোরে হত্যা মামলা আত্মসমর্পণ

জেলা প্রতিনিধি যশোর : যশোর আদালতে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসেল হত্যা মামলার চার্জশিটভুক্ত আরো দুই আসামি আত্মসমর্পণ করেছে।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারী ) জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দীন হোসাইন তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

আত্মসমর্পণকারী দুই আসামি হচ্ছে যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের আবুল বাসারের ছেলে রাসেল হোসেন ও একই এলাকার দিনছে আলীর ছেলে জনি।

এর আগে গত সোমবার বিজ্ঞ আদালতে মামলার আসামি সামিরুল ইসলাম, সোহাগ হোসেন ও আনিসুর রহমান আত্মসমর্পণ করে।
আরও পড়ুন>>>নৌকার বিপক্ষে কাজ করায় দু’আওয়ামী লীগ নেতা বহিস্কার

আদালত সুত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে ২০২০ সালের ১৫ মার্চ রাতে সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের আবু সালেক মৃধার ছেলে সাব্বির আহমেদ রাসেলকে এলোপাতাড়িভাবে কুপিয়ে খুন করে। এসময় ঠেকাতে গিয়ে তার ভাই আলামিনকেও তারা কুপিয়ে আহত করে।

এই ঘটনায় নিহতের পিতা আবু সালেক মৃধা বাদী হয়ে এই হত্যাকান্ডের প্রধান হোতা শহীদুজ্জামান শহিদসহ ২৪ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো কয়েকজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।

তদন্ত শেষে ডিবি পুলিশের পরিদর্শক শহীদুজ্জামান শহিদ ও সামিরুল ইসলামসহ ২৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। এই মামলার পলাতক দুই আসামি সাব্বির হোসেন ও জনি মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। কিন্তু বিচারক তাএদর জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন।
আরও পড়ুন>>>আমদানি-রফতানি বাণিজ্যে সচল হলো বেনাপোল বন্দর

এর আগে গত সোমবার একই মামলার আসামি তিন আসামি সামিরুল ইসলাম, সোহাগ হোসেন ও আনিসুর রহমান আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদেরও জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram