১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

যশোরের উপজেলার ৩১ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

প্রতিনিধি :
স্বাধীন কন্ঠ
আপডেট :
মে ২, ২০২৪
23
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

ডেস্ক রিপোর্টঃ
উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে যশোরের তিনটি উপজেলায় ৩১ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শার্শা, ঝিকরগাছা ও চৌগাছাসহ এই তিন উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের সভাকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা এসএম শাহীন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ঘোষণা করেন। শার্শা উপজেলার চেয়ারম্যান প্রার্থী ৪জন, ভাইসচেয়ারম্যান প্রার্থী ৪জন, মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থী ৩জন। অন্যদিকে ঝিকরগাছা চেয়ারম্যান প্রার্থী ৪জন, ভাইসচেয়ারম্যান প্রার্থী ৩জন, মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থী ৪জন। এছাড়া চৌগাছা চেয়ারম্যান প্রার্থী ২জন, ভাইসচেয়ারম্যান প্রার্থী ২জন, মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থী ৫জনকে প্রতীক পেয়েছেন। শার্শা উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী অহিদুজ্জামান (আনারাস), আব্দুল মান্নান মিন্নু (মোটরসাইকেল), ইব্রাহীম খলিল (ঘোড়া), সোহরাব হোসেন (দোয়াত-কলম)। ভাইসচেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম সরদার (তালা), তরিকুল ইসলাম (টিয়া পাখি), শফিকুল ইসলাম মন্টু (চশমা), শাহরীন আলম (টিউবওয়েল)। এছাড়া মহিলা ভাইসচেয়ারম্যান প্রদপ্রার্থী আলেয়া ফেরদৌস (হাঁস), নাজমুন নাহার (ফুটবল) ও শামীমা খাতুন (কলস)।
এদিকে, ঝিকরগাছা চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুল ইসলাম (আনারস), রেজাউল হোসেন (মোটরসাইকেল), সেলিম রেজা (ঘোড়া) ও লুবনা তাক্ষী (দোয়াত-কলম)। ভাইসচেয়ারম্যান পদপ্রার্থী ইদ্রিস আলী বিশ্বাস (টিউবওয়েল), কামরুজ্জামান মিন্টু (তালা), সৈয়দ ইমরানুর রশীদ (চশমা)। মহিলা ভাইসচেয়ারম্যান পদপ্রার্থী আছিয়া বেগম (পদ্ম ফুল), আমেনা খাতুন (হাঁস), জেসমিন সুলতানা (কলস), সাহানা আক্তার (ফুটবল)।
এছাড়া চৌগাছা চেয়ারম্যান পদপ্রার্থী এসএম হাবিবুর রহমান (আনারস), মোস্তানিছুর রহমান (মোটরসাইকেল)। ভাইসচেয়ারম্যান প্রদপ্রার্থী শামীম রেজা (বৈদ্যুতিক বাল্ব) ও সিদ্দিকুর রহমান (তালা)। মহিলা ভাইসচেয়ারম্যান প্রদপ্রার্থী আকলিমা খাতুন লাকী (কলস), নাছিমা খাতুন (হাঁস), নাজনীন নাহার (বৈদ্যুতিক পাখা), কামরুন নাহার শাহিন (ফুটবল) ও রীপা ইসলাম (প্রজাপতি)।
এদিন দুপুর ২টার পর থেকে এই তিন উপজেলায় নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হয়। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে রিটার্নিং কর্মকর্তা প্রত্যেক প্রার্থীদের নির্বাচন আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram