২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

যশোরের প্রেমবাগ ইউনিয়ন চেয়ারম্যান পদে লড়ছেন জামাই-শাশুড়িসহ ৫জন

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ডিসেম্বর ১৫, ২০২১
12
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
যশোরের প্রেমবাগ ইউনিয়ন চেয়ারম্যান পদে লড়ছেন জামাই-শাশুড়িসহ ৫জন
ছবি- প্রতিনিধি | ছবি : যশোরের প্রেমবাগ ইউনিয়ন চেয়ারম্যান পদে লড়ছেন জামাই-শাশুড়িসহ ৫জন

যশোর প্রতিনিধিঃ আগামী ২৬ ডিসেম্বর যশোরের অভয়নগর উপজেলায় ইউপি নির্বাচন। চতুর্থ ধাপের এই নির্বাচনে অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নে রাজনৈতিক দল সমর্থিত প্রার্থীদের লড়াইকে ছাপিয়ে ভোটারদের মুখে জামাই-শাশুড়ির চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা বেশ সাড়া ফেলেছে।

এই ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান প্রভাষক মফিজ উদ্দিনসহ ৫ জন ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন। তাদের মধ্যে সাবেক চেয়ারম্যান এসএম সিরাজুল ইসলাম মান্নু, সুরোভী ইসলাম, এম ফরিদুল ইসলাম ফরিদ ও মাওলানা মো. মশিউর রহমান রয়েছেন।

এই ৫ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে এসএম সিরাজুল ইসলাম মান্নু ও সুরোভী ইসলাম সম্পর্কে তারা জামাই-শাশুড়ি।

নির্বাচনে প্রভাষক মফিজ উদ্দিন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী, তার প্রতীক নৌকা, এসএম সিরাজুল ইসলাম মান্নু স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন, তার প্রতীক ঘোড়া, সুরোভী ইসলামের প্রতীক মোটরসাইকেল, এম ফরিদুল ইসলাম ফরিদ জাতীয় পার্টি সমর্থিত ও তার প্রতীক লাঙল এবং জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মাওলানা মো. মশিউর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে লড়ছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসএম সিরাজুল ইসলাম মান্নু বিএনপির প্রেমবাগ ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক এবং তার চাচি শাশুড়ি সুরোভী ইসলাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সহধর্মিনী।

প্রেমবাগ ইউনিয়নে মোট ১৭ হাজার ৮৯৯ ভোটার। যার মধ্যে পুরুষ ৯ হাজার ৮ এবং নারী ভোটার ৮ হাজার ৮৯১জন।
আলাপচারিতায় নয়া প্রার্থী সুরোভী ইসলাম ইসলাম বলেন, ডোর টু ডোর ক্যাম্পেইনে নারী ভোটারদের মাঝে বেশ সাড়া পাচ্ছি। তারা আমাকে নারীর ক্ষমতায়নে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করছেন। সাধারণ ভোটারদের মাঝ থেকে বেশ সাড়া পাচ্ছি। কেননা আমিই প্রথম নারী যে এই ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছি।

আরও পড়ুন>>>বিএনপি নেতা আলালের বিরুদ্ধে যশোর আদালতে মামলা

জামাইয়ের সঙ্গে ভোটযুদ্ধে লড়ছেন, ভোটাররা কীভাবে দেখছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মান্নু আমার ভাশুর কন্যার জামাই; অর্থাৎ আমি তার চাচি শাশুড়ি। নির্বাচনে এর কোনও ইফেক্ট পড়বে না। কেননা তিনি এরআগেও একবার চেয়ারম্যান নির্বাচিত হন, গতবার ফেল করেছেন। এবার ভোটাররা আমাকে চাইছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথমদিকে তার সঙ্গে আমার ভোট নিয়ে কোনও সমস্যা না হলেও গত ১৩ ডিসেম্বর রাতে তার ভাই ও কর্মীরা (মান্নুর) আমার কর্মীদের নির্বাচনী প্রচারে বাধা দিয়েছেন। তারা শাসাচ্ছেন- এমনকী ভোটের পরে দেখে নেওয়ারও হুমকি দিচ্ছেন। যশোরের প্রেমবাগ ইউনিয়ন চেয়ারম্যান

এ বিষয়ে কথা হয় সাবেক চেয়ারম্যান ও সুরোভী ইসলামের জামাতা এসএম সিরাজুল ইসলাম মান্নুর সঙ্গে। তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, সুরোভী ইসলাম হঠাৎ করেই ক্যান্ডিডেট হয়েছেন। গতবার নির্বাচনে আমি সামান্য ভোটে হারি। এবার নির্বাচরে শুরুতেই আমি মাঠে রয়েছি। এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ রয়েছে, আশা করছি- জনগণ বিপুল ভোটে নির্বাচিত করবে আমাকে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বিএনপির রাজনীতি করি; কিন্তু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছি। উনি (সুরোভী) বিএনপির কোন পদে পদে বা দায়িত্বে রয়েছেন- সেটি দলের কেউই জানেন না।

স্থানীয় ভোটারদের সঙ্গে আলাপকালে জানা যায়, এই ইউনিয়নে বিএনপি-জামায়াতের ভোটার বেশি। সেক্ষেত্রে নির্বাচন সুষ্ঠু হলে মূল প্রতিদ্বন্দ্বিতা নৌকা মার্কার প্রভাষক মফিজ উদ্দিনের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী এসএম সিরাজুল ইসলাম মান্নুর প্রতিদ্বন্দ্বিতা হবে। সেক্ষেত্রে বর্তমান চেয়ারম্যান প্রভাষক মফিজ উদ্দিনের পাল্লাটা ভারি বেশি।

স্থানীয় ভোটাররা জানিয়েছেন, ব্যক্তি হিসেবে দুই জনই ভাল। তবে, বর্তমান চেয়ারম্যান একজন শিক্ষিত মানুষ, কলেজের শিক্ষক, সৎ, মিষ্টভাষী। তাদের মতে, গত পাঁচবছরে তিনি ইউনিয়ন পরিষদকে ফুল, ফল ইত্যাদি গাছ দিয়ে সাজিয়েছেন অন্যরকমভাবে। কাউন্সিল অফিসের ছাদে মনোরম একটি ‘ছাদ বাগান’ করেছেন, প্রাচির দিয়ে ঘিরে দিয়েছেন ভবনের বাইরের দিক, সামনের খানাখন্দক বন্ধ করে সুন্দর একটি জায়গা করেছেন। তাছাড়া সরকারি যেসব সাহায্য ইউনিয়নে আসে, তার সুষ্ঠু বণ্টনের ব্যবস্থা করেছেন তিনি। যশোরের প্রেমবাগ ইউনিয়ন চেয়ারম্যান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram