২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

যশোরে আওয়ামীলীগ থেকে ২৮জন বহিস্কার!

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ডিসেম্বর ২১, ২০২১
11
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
যশোরে আওয়ামীলীগ থেকে ২৮জন বহিস্কার!
ছবি- সংগৃহীত | ছবি : যশোরে আওয়ামীলীগ থেকে ২৮জন বহিস্কার!

যশোর প্রতিনিধিঃ আসন্ন ৫ জানুয়ারি যশোর সদর উপজেলার ইউনিয়নি পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের বিরুদ্ধে যেয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের ২৭ নেতাকে বহিস্কার করা হয়েছে।এছাড়া অভয়নগরের আরেকজন নেতাকে বহিস্কার করা হয়েছে।

আজ মঙ্গলবার জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন>>>যশোরে কোন চেয়ারম্যান পেল কি প্রতীক

বহিস্কৃত নেতৃৃবৃন্দরা হলেন-
হৈবতপুর ইউনিয়নে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার সহ সভাপতি আহমেদ আলী, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হরেন কুমার বিশ্বাস।

ইছালি ইউনিয়নে সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আইয়ুব হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য আনিসুর রহমান ডেবিট, সাবেক ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদ।

নোয়াপাড়া ইউনিয়নে জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য কাজী আলম, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবীর তুহিন। যশোরে আওয়ামীলীগ থেকে

উপশহর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন রত্ন।

কাশিমপুর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএম সাইফুল।

চুরামনকাটি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মান্নান মুন্না, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলমগীর কবীর মিলন। যশোরে আওয়ামীলীগ থেকে

দেয়াড়া ইউনিয়ন এর বর্তমান চেয়ারম্যান ও সাবেক সভাপতি আনিসুর রহমান আনিছ।

আরবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ফারুক আহমেদ বাবু, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নুর ইসলাম।

চাঁচড়া ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা শামীম রেজা, জেলা তাঁতী লীগ নেতা ফারুক হোসেন।

রামনগর ইউনিয়নের তরুণ লীগের যশোর জেলা যুগ্ম আহবায়ক মাহমুদ হাসান লাইফ।

ফতেপুর ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আলমগীর হোসেন, মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাতেমার ওয়াজ, মহিলা আওয়ামী লীগ নেত্রী শিল্পী বেগম।

কচুয়া ইউনিয়নের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার সহ-সভাপতি শেখ মাহমুদ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ ওয়াজ হাফিজুর রহমান রত্ন।

নরেন্দ্রপুর ইউনিয়নের সাবেক সভাপতি জাকির হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাধারণ সম্পাদক যশোর সদর উপজেলা শাখার রাজু আহমেদ, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ফেরদৌস।

অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সানা আবদুল মান্নানকে বহিস্কার করা হয়েছে।

এছাড়া কেশবপুর উপজেলার ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ থেকে ১০ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতদের মধ্যে ৪ জন বর্তমান ইউপি চেয়ারম্যান রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram