১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

যশোরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা 

প্রতিনিধি :
স্বাধীন কন্ঠ
আপডেট :
এপ্রিল ১৭, ২০২৪
15
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 
ডেস্ক রিপোর্টঃ যশোরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় যশোর কালেক্টারেট সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আলোচনা করেন, জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শাহীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সিভিল সার্জন অফিসের ডাক্তার রুমানা আক্তার, মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, মাজহারুল ইসলাম মন্টু, মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়, একেএম খয়রাত হোসেন, মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রাজ্জাকসহ সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতা সংগ্রামে ঐতিহাসিক মুজিবনগর সরকারের কর্মকান্ড ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে।
 মুজিবনগর দিবসে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনে নিজ নিজ অবস্থান থেকে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। ঐতিহাসিক মুজিবনগর দিবস উদ্যাপনের মাধ্যমে বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করবে।
গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram