১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

যশোরে করোনায় মৃত্যু ১ আক্রান্ত ১৭, শনাক্তের হার ১১ শতাংশ

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ফেব্রুয়ারি ১৬, ২০২২
12
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
যশোরে করোনায় মৃত্যু ১ আক্রান্ত ১৭
ফাইল ফটো | ছবি : যশোরে করোনায় মৃত্যু ১ আক্রান্ত ১৭

জেলা প্রতিনিধি যশোরঃ যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় একজন মারা গেছেন। নতুন করে ১৬১ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জন আক্রান্ত হয়েছেন। করোনা শনাক্ত হার প্রায় ১১ শতাংশে দাঁড়িয়েছে।

সিভিল সার্জন অফিস ও যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তথ্য মতে জানাযায়, গত ২৪ ঘণ্টায় ১৬১ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মারা গেছে একজন। হাসপাতালে ভর্তি আছে ১৫ জন। আইসোলেশনে ৭৬৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন>>>টুকটাক ঝগড়া সম্পর্ককে আরও মধুর করে

এর মধ্যে সদর উপজেলায় ১৪ জন, অভয়নগরে ০ জন, চৌগাছায় একজন, ঝিকরগাছায় ০ জন, কেশবপুরে এক জন, মণিরামপুরে ০ জন, শার্শায় ১জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে যশোরে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৯০১ জন। সুস্থ হযেছেন ২৩ হাজার ৭৩৮ জন। মত্যুবরণ করেছেন ৫৩১জন। হাসপাতালে ১১ জন ভর্তি এবং আইসোলেশনে ১৪ জন চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন>>>প্রখ্যাত সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ি আর নেই

এদিকে যবিপ্রবি জানায়, ল্যাবে ২১ জনের কোভিড-১৯ পজিটিভ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে আজ ১৬ ফেব্রুয়ারি ঘোষিত করোনার টেস্টের ফলাফলে যশোরে ১০৩ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের, মাগুরার ৫৪ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের ও নড়াইলের ১১ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ এসেছে।
যশোরে করোনায় মৃত্যু ১ আক্রান্ত ১৭
অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ১৬৮ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা পজিটিভ এবং ১৪৭ জনের নেগেটিভ ফলাফল এসেছে। পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট জেলাগুলোর সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে। যবিপ্রবির ড. শিরিন নিগার এতথ্য নিশ্চিত করেছেন।
যশোরে করোনায় মৃত্যু ১ আক্রান্ত ১৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram