২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
shadhin kanto

যশোরে কর্মশালায় কথা বলতে বলতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মমতাজ আলী

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
নভেম্বর ১০, ২০২০
13
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
কর্মশালায় কথা বলতে বলতেই
| ছবি : কর্মশালায় কথা বলতে বলতেই

কর্মশালায় কথা বলতে বলতেই মানবাধিকার সংগঠন রাইটস যশোরের প্রোগ্রাম অফিসার মমতাজ আলী মৃত্যুর কোলে ঢলে পড়লেন।

মমতাজ আলী মানবাধিকার সংগঠন রাইটস যশোরের প্রোগ্রাম অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি
যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকায়। রাইটস যশোরের পক্ষে তিনি ওই কর্মশালায় অংশ নিয়েছিলেন।

যশোরে মানসিক ট্রমা ও ভিকটিমকেন্দ্রিক সেবা প্রদানবিষয়ক কর্মশালায় কথা বলতে বলতেই মৃত্যুর কোলে
ঢলে পড়লেন মমতাজ আলী (৪৫)। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আন্তর্জাতিক সংগঠন ‘জাস্টিস
অ্যান্ড কেয়ার’–এর আয়োজনে পাচারের শিকার মানুষদের সমাজে পুনর্বাসনের জন্য মানসিক স্বাস্থ্যসেবা
ও সহায়তাবিষয়ক কর্মশালায় এ ঘটনা ঘটে। তিনি আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

জাগরণী চক্র ফাউন্ডেশনের যশোর অফিসের সভাকক্ষে সকালে অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি
ছিলেন যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার
জামাল আল নাসের। সাড়ে ১১টার দিকে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। এ পর্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) স্পেশাল পুলিশ সুপার মো. জাকির হোসেন।

সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেওয়া অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন!

অনুষ্ঠানে তথ্যচিত্র প্রদর্শনের পর উন্মুক্ত আলোচনা পর্ব শুরু হলে কয়েকজনের বক্তব্যের পর মমতাজ আলী মাইক্রোফোন হাতে নেন। নিজের পরিচয় দিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে কথা বলা শুরু করেন। কয়েকটি কথা বলার পর হঠাৎ অচেতন হয়ে তিনি সামনের টেবিলের ওপর লুটিয়ে পড়েন। অংশ নেওয়া অন্য ব্যক্তিরা তাঁকে দ্রুত সেবা-শুশ্রূষা দিয়ে যশোর জেনারেল হাসপাতালে নেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অনুষ্ঠানকক্ষে তাঁর মৃত্যুর খবর এলে সবাই শোকাহত হয়ে পড়েন। তাঁর আত্মার শান্তি কামনা করে কয়েক মিনিটের মধ্যেই অনুষ্ঠান শেষ করে দেওয়া হয়।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপনের সময় জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সিরাজ উদ্দীন বেলাল বলেন, মানব পাচার আইনে সারা দেশে ৬০০টির বেশি মামলা ঝুলে রয়েছে। এর মধ্যে ৪০০টি মামলার কাগজপত্র সংগ্রহ করে যাচাই-বাছাই করে দেখা হচ্ছে, মামলাগুলো ঝুলে থাকার কারণ কী কী। দ্রুত যাতে এসব মামলার নিষ্পত্তি হয়, তার জন্য কাজ করা হচ্ছে।

দায়িত্ব পালন অবস্থায় মানবাধিকার সংগঠন রাইটস যশোরের প্রোগ্রাম অফিসার মমতাজ আলী মৃত্যুর খবরে
তার পরিবারে শোকের ছায়া নেমে আসে।

আরো পড়ুন:
আনিসুল করিম শিপন হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১০ জন
নতুন দায়িত্বে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম
যশোরের বেনাপোলে জাল নোটসহ মহিলা আটক
অবৈধ ভাবে ভারত যাওয়ার পথে চারজন নারীসহ পাঁচজন আটক
শীতের আগমনে শার্শার গ্রাম-বাংলার ঐতিহ্য খেজুরের রস সংগ্রহে ব্যস্ত গাছিরা
শুভেচ্ছা উপহার হিসেবে প্রশিক্ষণ প্রাপ্ত ঘোড়া ও কুকুর উপহার দিলো ভারতীয় সেনাবাহিনী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram