১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

যশোরে টিপটিপ বৃষ্টি

প্রতিনিধি :
স্বাধীন কন্ঠ
আপডেট :
জানুয়ারি ২৪, ২০২৪
30
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

ডেস্ক রিপোর্টঃ যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সেই সাথে রয়েছে কুয়াশার দাপট। আবহাওয়ার এ পরিস্থিতিতে যশোরসহ দেশের চার বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে অধিদপ্তর।
বুধবার (২৪ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, খুলনা, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্নস্থানে হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শৈত্যপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, কিশোরগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ কারণে যশোরসহ বিভাগের বিভিন্ন জেলায় বাতাস বয়ে যাচ্ছে। এতে শীত বেশি অনুভূত হচ্ছে। তবে সকাল থেকেই সূর্য উঠায় মানুষ স্বস্তিতে রয়েছে। রোদে দাড়িয়ে তারা শীত নিবারণ করতে পারছে।
এদিকে, বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া। তবে একদিনের ব্যবধানে দেশে তাপমাত্রা বেড়েছে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার যা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram