২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

যশোরে তীব্র তাপদাহে ধান কাটতে গিয়ে অসুস্থ স্কুল শিক্ষকের মৃত্যু

প্রতিনিধি :
স্বাধীন কন্ঠ
আপডেট :
এপ্রিল ২৮, ২০২৪
15
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

ডেস্ক রিপোর্টঃ
যশোরে তাপপ্রবাহের মধ্যে মাঠে ধান কাটতে গিয়ে অসুস্থ আহসান হাবিব (৩৭) নামে একজন শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে সদর উপজেলার আমদাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। হাইস্কুলে স্কুলে যাওয়ার আগে তিনি মাঠে ধান কাটতে গিয়েছিলেন। তিনি আমদাবাদ স্কুলের সহকারী শিক্ষক।
জানা যায়, রোববার সকাল পৌনে ৯টার দিকে ধান ক্ষেতে কাজ করার সময় অসুস্থ হয়ে পড়েন আহসান হাবিব। তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ আলী হাসান জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। কী কারণে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া বলা সম্ভব নয়।
এদিকে, স্থানীয় একাধিক স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষক আহসান হাবিব মাদকাসক্তও ছিলেন। নিয়মিত মাদকসেবন করতেন। ফলে তাপপ্রবাহে মাঠে কাজ করার প্রভাবে তিনি অসুস্থ হয়ে পড়েন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম বলেন, 'হঠাৎ করে অসুস্থ হয়ে মারা গেছে। মারা যাওয়ার আগে তীব্র গরমে মাঠে তিনি ধান কেটেছে। আমরা ধারণ করছি, স্ট্রোক বা হিটস্ট্রোকে মারা গেছে। আছরবাদ জানাযা শেষে তাকে দাফন করা হবে।'

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram