২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
shadhin kanto

যশোরে দুটি বাল্যবিবাহ দেওয়াই কনেদের পিতা ও দাদার কারাদণ্ড

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
জুলাই ২৯, ২০২২
7
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
যশোরে দুটি বাল্যবিবাহে কারাদণ্ড
প্রতিকি ছবি | ছবি : যশোরে দুটি বাল্যবিবাহে কারাদণ্ড

ডেক্স রিপোর্টঃ যশোরের চৌগাছায় দুটি বাল্যবিবাহ অনুষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বাল্যবিবাহ বন্ধ ও এক কনের পিতা এবং আরেক কনের দাদাকে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ।

গত বৃহস্পতিবার রাতে উপজেলার পাতিবিলা উত্তরপাড়া এবং মাড়ুয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালত সূত্র জানায়,ওই রাতে উপজেলার পাতিবিলা ইউনিয়নের পাতিবিলা উত্তরপাড়া গ্রামের দশম শ্রেণির এক শিক্ষার্থীর বিয়ের অনুষ্ঠান ছিল। খবর পেয়ে রাত ১১টার দিকে সেখানে অভিযান পরিচালনা করে বাল্যবিবাহ বন্ধ করা হয়।

আরও পড়ুন>>>তীব্র খরা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমন ও মৎস্য চাষীরা

এ সময় আদালত কনের দাদা আবদুস সালামকে (৬৫) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেনও তাঁকে ১০০ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

এদিকে জগদীশপুর ইউনিয়নের মাড়ুয়া গ্রামে দশম শ্রেণির আরেক শিক্ষার্থীর বিয়ের অনুষ্ঠান চলছিল। রাত সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায় কিন্তু খবর পেয়ে আগেই কনেকে নিয়ে বিয়েবাড়ি ত্যাগ করেন বর ও বরযাত্রীরা। আদালত এ সময় কনের বাবা মো. মহিউদ্দিনকে (৪৬) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তাঁকে ১০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস বলেন, দুটি বাল্যবিবাহের খবর পেয়ে অভিযান পরিচালনা করে একটি বিয়ে বন্ধ করা হয়। তবে অন্যটিতে কনেকে নিয়ে বর ও বরযাত্রীরা চলে যান। বাল্যবিবাহ বন্ধে প্রশাসন সব সময় সতর্ক আছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram