৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

যশোরে দুর্বৃত্তদের হামলায় রিকশাচালকের মৃত্যু

প্রতিনিধি :
স্বাধীন কন্ঠ
আপডেট :
জানুয়ারি ১৬, ২০২৪
32
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

স্টাফ রিপোর্টারঃ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তুষার মোল্লা (৩০) নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। তিনি শহরের শংকরপুর এলাকার ছোটনের মোড়ের মাহাতাব মোল্লার ছেলে। হাসপাতালের খাতায় তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ভর্তি হলেও পরিবার দাবি করছে তাকে হত্যা করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, রোববার দুপুর দুটোর সময় দু’ব্যক্তি এসে আহত অবস্থায় তাকে হাসপাতালে অজ্ঞাত পরিচয়ে ভর্তি করে দিয়ে যায়। যার রেজিস্ট্রেশন নম্বর ৩২৭৮/১২৬। ভর্তির সময় তার টিকিটে উল্লেখ করা হয়েছে,‘তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন’। সোমবার বিকেল ৫ টার দিকে তুষারের পিতা হাসপাতালের সার্জারি ওয়ার্ডে গিয়ে ছেলেকে শনাক্ত করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত ৮ টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

মৃতের পিতা মাহাতাব মোল্লা জানান, শহরের লালদীঘির পাড় থেকে তার ছেলের রিকশা উদ্ধার করা হয়েছে। সেখান থেকে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছেন একদল অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্ত রোববার তার ছেলেকে এলোপাতাড়ি মারপিট করে লালদীঘির পাড়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তার ছেলে সড়ক দুর্ঘটনায় আহত হয়নি, পূর্বশত্রুতার জের ধরে কেউ তাকে হত্যা করতে পারে। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব হবে।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram