২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

যশোরে ১শ টন নকল সার কীটনাশক উদ্ধার ও কারাদন্ড

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
আগস্ট ৬, ২০২১
11
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
যশোরে নকল সার কীটনাশক উদ্ধার-কারাদন্ড
সোহানুর রহমান শিহাবকে ৬ মাসের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। | ছবি : যশোরে নকল সার কীটনাশক উদ্ধার-কারাদন্ড

স্টাফ রিপোর্টারঃ যশোরে ভেজাল সার ও কীটনাশক তৈরি এবং বাজারজাত করণের দায়ে কারখানা মালিক সোহানুর রহমান শিহাব (২৪) কে ৬ মাসের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

কারখানা থেকে জব্দ করা হয়েছে প্রায় ১শ টন ভেজাল সার কীটনাশক ও ভেজাল সার তৈরীর বিভিন্ন সরঞ্জাম উদ্বার করা হয়। এসময় ভেজাল সার তৈরীর মুল হোতা আনোয়ার হোসেন লাল্টু পালিয়ে যায়

যশোরে নকল সার কীটনাশক উদ্ধার-কারাদন্ড
কারখানা থেকে জব্দকৃত প্রায় ১শ টন ভেজাল সার ও কীটনাশক

আরও পড়ুন>>>যশোরে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত পলাতক

গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদ ও বিভিন্ন অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম মনিম লিংকনের ভ্রাম্যমাণ আদালত এই রায় দেন।

ভ্রাম্যমান আদালত জানতে পারেন যশোর সদর উপজেলার ‘ঘুরুলিয়া গ্রামে সান ওভার এগ্রো কেমিক্যাল ইন্ডাস্ট্রি’ ( সাবেক নাম সুমি এগ্রো কেমিক্যাল) নামে একটি কারখানায় নকল সার ও কীটনাশক তৈরি এবং তা বিপণন করা হয়।

আরও পড়ুন>>>বরিশালের উজিরপুর প্রেসক্লাবের কমিটি গঠন লিটন সভাপতি রনি সম্পাদক

যশোরে নকল সার কীটনাশক উদ্ধার-কারাদন্ড
সোর্সের গোপন সংবাদের ভিত্তিতে আদালত সন্ধ্যায় সেখানে অভিযান পরিচালনা করেন এবং দেখতে পান, দস্তা সার, এসপি সার এবং ফুরাডান কীটনাশক ইত্যাদি কাঠের গুঁড়ো, টাইলসের গুঁড়ো,সিলেকশন বালি, টাইলসের গুড়া, ক্যালসিয়াম কার্বনেট পাউডার স্যান্ড, রঙ ও অ্যাসিড দিয়ে ভেজাল সার তৈরি করা হচ্ছে।

আদালতের উপস্হিতিতে টের পেয়ে এসময় ভেজাল সার তৈরীর মুল হোতা আনোয়ার হোসেন লাল্টু পালিয়ে যায়। আর ধরা পড়ে বর্তমানে দায়িত্বে থাকা তার ছেলে সোহানুর রহমান শিহাব।

আরও পড়ুন>>>পিরোজপুরের কাউখালীতে গৃহবধুকে জোরপূর্বক ধর্ষন আটক-১

এসময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ভ্রাম্যমান আদালত সার ব্যবস্থাপনা আইন ২০০৬ (১) ধারায় কারখানায় থাকা বর্তমান মালিক শিহাবকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার রায় প্রদান করেন।

যশোরে নকল সার কীটনাশক উদ্ধার-কারাদন্ড
অভিযানে থাকা যশোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন এই তথ্য নিশ্চিত করে বলেন, ভেজাল সার মালিক বা প্রস্তুতকারকদের ধরতে অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, ওই কারখানা থেকে প্রায় ১শ টন নকল সার ও কীটনাশকসহ অন্যান্য ভেজাল মালামাল জব্দ করা হয়েছে। পরে মালামাল সরিয়ে কারখানা সিলগালা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram