১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

যশোরে নৌকার কর্মীদের ওপর আনরস প্রতীকের সন্ত্রাসীদের হামলা

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
জানুয়ারি ৩, ২০২২
8
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
যশোরে নৌকার কর্মীদের ওপর আনরস প্রতীকের সন্ত্রাসীদের হামলা
ছবি- সংগৃহীত | ছবি : যশোরে নৌকার কর্মীদের ওপর আনরস প্রতীকের সন্ত্রাসীদের হামলা

যশোর প্রতিনিধিঃ যশোর সদরের চুড়ামনকাঠি ইউনিয়নে নৌকার কর্মীদের পরে স্বতন্ত্র প্রার্থী আনরস প্রতীকের অস্তধারী সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে।

রোববার রাত ১০টার দিকে ইউনিয়নের কবলাপুর দক্ষিণপাড়া নৌকা অফিসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে পানিতে ফেলে দেওয়া সহ আরও ৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি।

আরও পড়ুন>>>ওমিক্রন নিয়ন্ত্রণ বৈঠক শেষে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

আহতরা হলেন, কবলাপুর গ্রামের মৃত ভনু মন্ডলের ছেলে ভুট্টো(৪৮), একই গ্রামের সফিকুল ইসলামের ছেলে রবি হোসেন(২২) এবং পানিতে ফেলে দেয় গোবিলা গ্রামের লতা বিশ্বাসের ছেলে শান্ত(১৭)। আহতরা সকলে ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দাউদ হোসেনের নৌকা প্রতীকের কর্মী।

আহতরা অভিযোগ করে বলেন,ঐ রাতে আমরা কবলাপুর গ্রামে নৌকার অফিসে কাজ করছিলাম। হঠাৎ দেখি চেয়ারম্যান পদপ্রার্থী আনারস প্রতীকের আব্দুল মান্নান মুন্নার লোকজন টাকা লেনদেন করছে সাধারণ জনগনের সাথে। আমরা দেখে ফেলায় ওই এলাকার নজরুল ইসলামের ছেলে ইরশাদ বন্দুক বের করে আমাদের দিকে তাক করে। এবং আমরা বাধা দিলে আমাদের হকিস্টিক দিয়ে মারধর করে। এবং শান্তকে মারধর করে পুরে জগহাটি বাওড়ে ফেলে দেয়। পরে সাজিয়ালি পুলিশ ফাড়ির ইনচার্জ শাহীন খবর পেয়ে বাওড় থেকে তাকে উদ্বার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram