১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

যশোরে হেরোইনের মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
সেপ্টেম্বর ২৯, ২০২১
18
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
যশোরে বিজিবির হাতে আটক হেরোইনের মামলায়
ছবি- সংগৃহীত | ছবি : যশোরে বিজিবির হাতে আটক হেরোইনের মামলায়

স্টাফ রিপোর্টারঃ যশোরে হেরোইনের মামলায় অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালত এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন।
যশোরে বিজিবির হাতে আটক
বুধবার (২৯ সেপ্টেম্বর) আদালতের বিচারক মোস্তফা কামাল এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত আসামি নাজমুল হোসেন শার্শা উপজেলার স্বরুপদহ গ্রামের মনজেল আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাস্ট্রপক্ষের অতিরিক্ত পিপি বিমল কুমার রায়।

আরও পড়ুন>>>পিরোজপুরের কাউখালীতে এক যুবকের আত্মহত্যা

মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৬ মে রাত সাতটা ২০ মিনিটে বিজিবি সদস্যরা শার্শা উপজেলার আমড়াখালী চেকপোস্ট এলাকায় বাসতল্লাশি করা কালে বেনাপোল থেকে যশোরের উদ্দেশে ছেড়ে আসা লোকাল বাস (যার যশোর মেট্রো-ব-১০১৩) তল্লাশি চালায়।

গোপন সংবাদের ভিত্তিতে আসামি নাজমুলকে গাড়ি থেকে নামিয়ে দেহ তল্লাশি করে। এসময় লুঙ্গির নিচে কোমরের মধ্যে বাধা অবস্থায় ১শ’ গ্রামের হেরোইনের একটি প্যাকেট জব্দ করে।

আরও পড়ুন>>>পাইকগাছায় ভারী বর্ষণে রাস্তা-ঘাট সহ তলিয়ে গেছে নিম্নাঞ্চল

যার মূল্য দশ লাখ টাকা। পরে বিজিবির কাছে স্বীকার করে সে একজন মাদক ব্যবসায়ী। এ ঘটনায় বিজিবি আমড়াখালি চেকপোস্টে কর্মরত হাবিলদার আব্দুল কাদের বাদী হয়ে নাজমুলের বিরুদ্ধে শার্শা থানায় মামলা করেন।

এ ঘটনায় শার্শা থানার তৎকালীন এসআই এনামুল হক মামলাটি তদন্ত করে আদালতে নাজমুল হোসেনকে অভিযুক্ত করে চার্জশিট জমাদেন।

আরও পড়ুন>>>নবাগত ইউএনও মমতাজ বেগমকে ফুলেল শুভেচ্ছা

বুধবার মামলার রায় ঘোষণার দিনে আদালত এ মামলার আসামির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ত্রিশ হাজার টাকা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram