২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

বৃহস্পতিবার যশোরে  যাদের করোনা শনাক্ত হলো

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
নভেম্বর ১৯, ২০২০
16
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
যশোরে  যাদের করোনা শনাক্ত
| ছবি : যশোরে  যাদের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক: যবিপ্রবির জেনোম সেন্টারের পরীক্ষায় যশোর, মাগুরা ও নড়াইলের ১৬০টি নমুনা পরিক্ষায় আরো ২৪ নমুনা করোনা পজেটিভ ফল এসেছে। যশোরে  যাদের করোনা শনাক্ত হলো যশোরে  যাদের করোনা শনাক্ত হলো যশোরে  যাদের করোনা শনাক্ত হলো

বুধবার রাতে পরীক্ষা শেষে বৃহস্পতিবার সকালে এই ফলাফল প্রকাশ করা হয়।

ইতিমধ্যে ফলাফলের বিস্তারিত তিন জেলার সিভিল সার্জনদের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান,
এদিন তাদের ল্যাবে ১৬০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩৬টি নেগেটিভ ফল দেয়।

যশোরের ১২৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২০টি ছিল পজেটিভ কেস।

এছাড়া মাগুরার ১৯টি ও নড়াইলের ১৫টি নমুনা পরীক্ষা করে দুটি করে পজেটিভ ফল পাওয়া যায়।

স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, বুধবার রাত সাড়ে সাতটা পর্যন্ত যশোর জেলায় মোট চার হাজার ২৫৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এদের মধ্যে চার হাজার ১৬ জন ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।
মারা গেছেন ৫০ জন।

বুধবারের পরীক্ষাশেষে যশোরের যেসব ব্যক্তির শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে,
বরাবরের মতো তাদের বেশিরভাগই যশোর পৌরসভার বাসিন্দা।

স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, এদিন যাদের শরীরে করোনা শনাক্ত হয়েছে, তারা হলেন, যশোর শহরের সরকারি মহিলা কলেজ রোডের মো. গোলাম মোস্তফা (৫৭), শঙ্করপুরের সাদিয়া আফরোজ (৩৫), সকিনা খাতুন (৬৫), জেনারেল হাসপাতালের মো. আরিফুল ইসলাম খান (৪৩) ও আম্বিয়া (৫০), ঘোপ সেন্ট্রাল রোডের ইমরুল (২৯) ও তাসনোভা (২৮), কুটিরন নেছা (৯০), ঘোপের তানভির (৪০), ঘোপ নওয়াপাড়া রোডের রোমেনা আফরোজ (৪৫), উপশহরের তরিকুল ইসলাম (৩৬), মুড়লি এলাকার শ্যামলি (৫০), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দীন মোহাম্মদ (৪৮) ও সৌসুমি পারভিন (৪৫), সদর উপজেলার খাজুরা পুলেরহাট এলাকার রাজু আহমেদ (৩২) ও রামকৃষ্ণপুরের বকুলি (৭৩), ঝিকরগাছা উপজেলার শিমুলিয়ার বাবুল হোসেন (৫৭), কীর্তিপুরের ফিরোজ কবীর (৩৩) ও নির্বাসখোলার রাতুল মোড়ল (১৬) এবং শার্শার বাগআঁচড়া এলাকার আলাউদ্দিন আহমেদ (৭৬)।

এছাড়া খুলনা ল্যাব থেকে আশানুর রহমান নামে এক ব্যক্তির রিপোর্ট পজেটিভ এসেছে, যিনি ঝিকরগাছার বাসিন্দা।

আরো পড়ুন:

যশোরে ভৈরব নদ থেকে অবৈধ পন্থায় ড্রেজার দিয়ে বালু উত্তোলন
প্রত্যেক উপজেলায় ফায়ার স্টেশন স্থাপনের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে
শীতে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা : সংসদে প্রধানমন্ত্রী
যবিপ্রবির জেনোম সেন্টার পরিদর্শন করলেন ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা
ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্যসেবার মূল্য নির্ধারণ করে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram