৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

যশোরে ১৭ দিনব্যাপী দ্বিতীয় দক্ষিণ এশীয় নাট্যোৎসব শুরু

প্রতিনিধি :
স্বাধীন কন্ঠ
আপডেট :
ফেব্রুয়ারি ২২, ২০২৪
32
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

ডেস্ক রিপোর্টঃ থিয়েটার ক্যানভাস যশোরের উদ্যোগে ১৭ দিনব্যাপী দ্বিতীয় দক্ষিণ এশীয় নাট্যোৎসব শুরু হয়েছে। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষে টাউন হল ময়দানে শুরু হওয়া উৎসবে বাংলাদেশ, ভারত, নেপালের প্রথিতযশা নাট্যদলসমূহ অংশ নিচ্ছে।
বৃহস্পতিবার টাউন হল ময়দানে নাট্যোৎসবের উদ্বোধন করেন নাট্যকার, নির্দেশক ও নাট্যজন মাসুম রেজা এবং অভিনেতা, নাট্যকার ও নির্দেশক সালাউদ্দীন লাভলু। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসব কমিটির আহ্বায়ক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।

বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান, সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জাগরণী চক্র ফাউন্ডেশন নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর দাস রতন, ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক সাজেদ রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক কামালউদ্দীন কবির, নটরডেম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাফিসা সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন অভিনেতা, নির্দেশিক, আবৃত্তিকার কামরুল হাসান রিপন।
অনুষ্ঠানে অতিথিদেরকে ক্রেস্ট ও উত্তরীয় দিয়ে সম্মান জানানো হয়। উদ্বোধনী দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের পরিবেশনায় যাত্রাপালা ‘বিদ্রোহী মাইকেল মধুসূদন’ মঞ্চস্থ হয়।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram