২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

যশোর বোর্ডে এইচএসসিতে ট্যালেন্টপুল বৃত্তি ও মেধা তালিকায় ২য় স্থানে লারা

প্রতিনিধি :
স্বাধীন কন্ঠ
আপডেট :
জানুয়ারি ২৪, ২০২৪
49
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

ডেস্ক রিপোর্টঃ যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তি ও মেধা তালিকায় শিক্ষাবোর্ডে ২য় স্থান অধিকার করেছে সুরাইয়া আহমেদ লারা।  গত সোমবার  যশোর শিক্ষা বোর্ড ২০২৪ সালের এইচএসসির বৃত্তি ও মেধা তালিকা প্রকাশ করে। লারা যশোর সরকারি এমএম কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী। তার পিতা মকবুল আহমেদ আরআরএফর উপ-পরিচালক, জাতীয় দলের সাবেক ফুটবলার ও ঢাকা আবাহনীর সাবেক ফুটবলার। মাতা শাহানারা খাতুন গৃহিণী। লারা পিএসসি, জেএসসি ও এসএসসিতেও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। মকবুল আহমেদের দুই কন্যার মধ্যে লারা কনিষ্ট।

লারা জানায়, ‘তার চমৎকার ফলাফলে সে খুবই আনন্দিত। তার বর্তমানে টার্গেট দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ভর্তিযুদ্ধে প্রথম সারিতে স্থান করে নেওয়া। সেইজন্য দিনরাত তার অধ্যায়নের অন্ত নেই। তার স্বপ্ন জগৎ বিখ্যাত একজন প্রকৌশলী হওয়া। সৃজনশীল চিন্ত-চেতনার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ বয়ে আনা।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram