১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

ফাইনালে যে প্রতিপক্ষ হোক ‘মেটার করে না’ কুমিল্লা

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ফেব্রুয়ারি ১৪, ২০২৩
19
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
কুমিল্লা | ছবি : 

স্পোর্টস ডেস্কঃ সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে প্রথম দল হিসেবে বিপিএলের ফাইনাল নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টুর্নামেন্টের শুরুতে টানা তিন ম্যাচ হেরেছিল দলটি, এরপর থেকে আছে টানা জয়ের ভেতর আছে তারা।

দলটির ছুটে চলা দেখেও মনে হচ্ছে তাদের থামানোর কাজটা বেশ কঠিন।
কুমিল্লার ফাইনালের প্রতিপক্ষ নির্ধারিত হবে মঙ্গলবার। এদিন সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে মাঠে নামবে রংপুর রাইডার্স। সকালে মিরপুরের একাডেমি মাঠে শিরোপা নির্ধারণী ম্যাচের জন্য প্রস্তুতি নেয় কুমিল্লা। এরপর কথা বলেন দলটির ক্রিকেটার জনাথন চার্লস।

ফাইনালের প্রতিপক্ষ নিয়ে এই ক্যারিবিয়ান বলেছেন, ‘সত্যি বলতে, এটা (প্রতিপক্ষ) আসলে মেটারই করে না। নিজেদের দিকে তাকানোটাই আসল ব্যাপার। আর দিনশেষে শতভাগ দিতে পারা। ’

আরও পড়ুন>>>নারী আইপিএলের নিলামে দল পাননি বাংলাদেশের একজনও

‘আমরা ভালো একটা ফাইনালের দিকে তাকিয়ে আছি। ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি। নেটে সবাইকে ভালো ছন্দেই দেখা যাচ্ছে। আমরা ফাইনালে, আজকে প্রতিপক্ষ নির্ধারিত হবে। আশা করি তারা আরও ভালোভাবে ফিরে আসবে। আমরা যা জানি, ভালো সময় ধরে রাখতে পারি, তাহলে ভালো কিছুই হবে। ’

কুমিল্লা দলটি শুরু থেকেই গিয়েছে ভাঙা-গড়ার ভেতর। লিগ পর্বের ম্যাচগুলোতে দলের জন্য ভরসা ছিলেন মোহাম্মদ রিজওয়ান-খুশদিল শাহরা। তাদের বিদায়ের পর যোগ দিয়েছেন আন্দ্রে রাসেল-সুনীল নারাইনরা। চার্লস বলছেন, এই আসা-যাওয়া কঠিন ছিল না কখনোই।

তিনি বলেছেন, ‘সহজেই আসা গেছে। এটা আসলে পেশাদারিত্বের ব্যাপার। সবাই জানে তাদের কী করতে হবে। তরুণরা এসে এটা শিখেছে। এটা আসলে একসঙ্গে হওয়ার ব্যাপার। দিনশেষে সবাই এসে নিজেদের সেরাটা করেছে, শতভাগ দিয়েছে। সেটাই করেছে, যেটা করতে হতো। ’

দলে মঈন আলীর যোগ দেওয়া নিয়ে এই ক্যারিবিয়ান তারকা বলেন, ‘আমাদের ঘাটতি পূরণ করবে অবশ্যই। আমরা রিজওয়ান-খুশদিলকে হারিয়েছি। এখন পেয়েছি মঈনকে। আরও একজন বাঁহাতি এসেছে, এটা আমাদের জন্য সুবিধার। সামনে এগোতেও সাহায্য করবে। ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram