৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

রংপুরে একসঙ্গে জন্ম নেয়া ৪ সন্তানের মধ্যে একজনের মৃত্যু

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
মার্চ ২৩, ২০২২
13
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
রংপুরে একসঙ্গে জন্ম নেয়া ৪ সন্তানের মধ্যে একজনের মৃত্যু
ছবি- সংগৃহীত | ছবি : রংপুরে একসঙ্গে জন্ম নেয়া ৪ সন্তানের মধ্যে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসাথে চার সন্তানের জন্ম গ্রহণের ১৬ ঘন্টা পর তাদের মধ্যে ছেলে সন্তানটি মারা গেছে।

বুধবার (২৩ মার্চ) দুপুর দেড়টার দিকে রংপুর মেডিকেলে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় ছেলে সন্তানটি মারা যায়।বাকি ৩ মেয়ে সন্তানের অবস্থাও আশঙ্কা মুক্ত নয় বলে জানিয়েছে চিকিৎসক।

এর আগে মঙ্গলবার (২২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী ওয়ার্ডে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই ৪ সন্তানের জন্ম নেয়।

জানা যায়, কুড়িগ্রাম জেলা সদরের নাদিরা গ্রামের মনিরুজ্জামান বাঁধনের সাথে ৮ বছর আগে বিয়ে হয় আদুরী বেগম আশার। দীর্ঘ ৮ বছরেও তাদের কোন সন্তান জন্ম হয়নি। পরে চিকিৎসকের চিকিৎসায় অবশেষে আদুরী বেগম গর্ভবর্ত হয়ে পড়ে। আলট্রাসনোগ্রাম পরীক্ষায় দেখা যায় তার গর্ভে ৪টি সন্তান রয়েছে।

আরও পড়ুন>>>১৫৪ রানেই অলআউট দক্ষিণ আফ্রিকা

পরে চিকিৎসকদের পরামর্শে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১১ নাম্বার গাইনী ওয়ার্ডে ভর্তি করা হয়।পরে মঙ্গলবার রাতে রংপুর মেডিকেলে ৪টি সন্তান জন্ম গ্রহন করে।তবে জন্ম গ্রহনের ১৬ ঘন্টা পর ওই দম্পতির ছেলে সন্তানটি মারা গেল।

ছেলে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মনিকা মজুমদার বলেন, বুধবার দুপুর দেড়টার দিকে শিশুটি মারা গেছে। তার ওজন ছিল ১ কেজি ৩০০ গ্রাম। বাকি শিশুদেরও ওজন কম। শিশুগুলোকে অক্সিজেন দেয়া হচ্ছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে কিন্তু শঙ্কামুক্ত নয়।

এদিকে ওই শিশুদের বাবা মনিরুজ্জামান বাধন বলেন, কাল সন্তান গুলো জন্ম নেয়ার পর আমরা অনেক আনন্দিত হই।কিন্তু আজ ছেলে সন্তানটি মারা গেল।তার জন্য সবাই দোয়া করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram