১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু-১৬

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
জুলাই ৪, ২০২১
15
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৬ মৃত্যু
| ছবি : রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৬ মৃত্যু

রংপুর প্রতিনিধিঃ রংপুর বিভাগে করোনা সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। প্রতিদিনই বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। বিভাগে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ভারতীয় সীমান্তবর্তী জেলাগুলোতে।

আজ রবিবার (৪জুলাই) কোভিড-১৯ ঊর্দ্বগতি রোধে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের চলছে চতুর্থ দিন ।

আরও পড়ুন>>>ঝিনাইদহে লক-ডাউনে থাকা চা বিক্রেতাদের অর্থ-খাবার প্রদান

রংপুর বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এক দিনে রংপুর বিভাগে এটি সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে গত শুক্রবার সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছিল। রোববার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (স্বাস্থ্য) ডা. আবু মো. জাকিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন>>>সুস্থ থাকতে হলে অবশ্যই ঘরে থাকতে হবে-জেলা প্রশাসক

তিনি জানিয়েছেন, ১৬ জনের মধ্যে সাত জনের বাড়ি ঠাকুরগাঁও জেলায়, দিনাজপুরের চার জন, পঞ্চগড়ের দুই জন এবং তিন জন লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলার এক হাজার ২৯৩ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্ত ৫৫৬ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁওয়ের বাসিন্দা ১৩২ জন, দিনাজপুরে ১০৭ জন, রংপুরের ৯৫, গাইবান্ধায় ৫৭, নীলফামারীর ৫০, কুড়িগ্রামের ৪০, লালমনিরহাটের ৩৯ এবং ৩৬ জন পঞ্চগড়ের বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৮ জন।

আরও পড়ুন>>>উপহার স্বরূপ ভারত পেল বাংলার হাড়ি ভাঙা আম

এখন পর্যন্ত রংপুর বিভাগে এক লাখ ৬১ হাজার ৮৯৪ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্ত ২৮ হাজার ২৪৮ জনকে শনাক্ত হয়েছে। মোট মারা গেছেন ৫৬৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram