২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

রাতের আঁধারে ফসল নষ্ট করছে দুর্বৃত্তরা, কৃষকের মাথায় হাত

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ফেব্রুয়ারি ২০, ২০২৩
64
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
আব্দুল জলিল | ছবি : 

ছাকিন হোসেনঃ সারা দিন অক্লান্ত পরিশ্রম করে গোধূলি বেলায় বাড়িতে ফিরে যায় জমির মালিক আব্দুল জলিল। ঠিক তার পরের দিন ভোরে মাঠে ফিরেই দেখে কে বা কারা মধ্য রাতে তার ফসল উঠিয়ে নষ্ট করে রেখেছে।

যশোরের কাশিমপুর ইউনিয়নের নূরপুর উত্তর পাড়াযর পিতা মৃত চাঁদ আলী খানের ছেলে আব্দুল জলিল খানের সাথে এঘটনা ঘটে।
রাতের আঁধারে লোকচক্ষুর আড়ালে এমন জঘন্যতম কাজটি করছে দুর্বৃত্তরা। এ কারণে ক্ষতিগ্রস্ত জলিল নির্দিষ্টভাবে কারো বিরুদ্ধে অভিযোগও দায়ের করতে পারছেন না। ফলে এমন কাজ করেও মনুষ্যত্বহীন দুর্বৃত্তরা থাকছে ধরাছোঁয়ার বাইরে।

আরও পড়ুন>>>এসএসসি পরীক্ষা শুরু ৩০ এপ্রিল, রুটিন প্রকাশ

এ ঘটনায় গ্রামবাসী ও কৃষকেরা বলেন আব্দুল জলিল খুবি দরিদ্র একজন কৃষক । এই ফসলি জমি থেকে তার সাংসারিক সব খরচ বের করতে হয়। মাঠের এই ফসলই জমি নষ্ট করাতে এই বছর তার পরিবার পরিজনকে অনেকটাই খারাপ সময় পার করতে হবে।

এ বিষয়ে ভুক্তভোগী আব্দুল জলিল বলেন এই জমি ছাড়া আমার আর কোন আয়ের উৎস নেই। মাঠের এই ফসল নষ্ট হাওয়াই এই মৌসুমে আমি আর চাষ দিতে পারবো না। তাই রাতের আঁধারে যারা এই কাজ করেছে প্রশাসনের কাছে আমি তাদের বিচার চাই।

রাতের আধারে কৃষকের ভরা ক্ষেত নষ্ট করাটা এক ধরনের বর্বরতা, যা কোনো মানুষের পক্ষেই মেনে নেয়া সম্ভব নয়। সম্প্রতি বিষয়টি সবাইকে ভাবিয়ে তুলেছে। কারা এমন অমানবিক কাজ করছে।

তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে প্রশাসনর কাছে লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী আব্দুল জলিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram