১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

শুক্রবার শুরু আইপিএল, দেখে নিন সূচি

প্রতিনিধি :
স্বাধীন কন্ঠ
আপডেট :
মার্চ ২২, ২০২৪
15
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

স্পোর্টস ডেস্ক :ভারতের মাল্টি বিলিয়ন ডলার মূল্যের ঘরোয়া টুর্নামেন্ট আইপিএলের এবারের ১৭তম আসর শুরু হচ্ছে শুক্রবার। বাংলাদেশ সময় রাত ৮টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবং বিরাট কোহলির দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আগেরবারের মত এবারও ১০টি দল অংশ নিচ্ছে আইপিএলে। ২২ মার্চ থেকে ভারতের ঘরোয়া টুর্নামেন্টটি শুরু হলেও সূচি প্রকাশ করা হয়েছে আংশিক। মাত্র ১৫দিনের ২১টি ম্যাচের সূচি প্রকাশ করা হয়েছে। তবে ২৬ মে টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মোট ৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে আইপিএলে।

ভারতের লোকসভা নির্বাচনের কারণেই মূলতঃ আংশিক সূচি প্রকাশ করা হয়েছে। প্রথম ১৫ দিনে ২১টি ম্যাচ শেষ হওয়ার পর হয়তো আইপিএল নেয়া হতে পারে ভিন্ন কোনো দেশে।

আইপিএলে অংশগ্রহণকারী ১০টি দল

চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটান্স, কলকাতা নাইট রাইডার্স, লখনউ সুপার জায়ান্টস, মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দরাবাদ।

আইপিএলের প্রথম ১৫ দিনে ২১ ম্যাচের সূচি

নং ম্যাচ তারিখ ভেন্যু সময়
চেন্নাই-আরসিবি ২২ মার্চ চেন্নাই ৮.০০ টা
পাঞ্জাব-দিল্লি ২৩ মার্চ মোহালি ৪.০০ টা
কলকাতা-হায়দরাবাদ ২৩ মার্চ কলকাতা ৮.০০ টা
রাজস্থান-লখনউ ২৪ মার্চ জয়পুর ৪.০০ টা
গুজরাট-মুম্বাই ২৪ মার্চ আহমেদাবাদ ৮.০০ টা
আরসিবি-পাঞ্জাব ২৫ মার্চ বেঙ্গালুরু ৮.০০ টা
চেন্নাই-গুজরাট ২৬ মার্চ চেন্নাই ৮.০০ টা
হায়দরাবাদ-মুম্বাই ২৭ মার্চ হায়দরাবাদ ৮.০০ টা
রাজস্থান-দিল্লি ২৮ মার্চ জয়পুর ৮.০০ টা
১০ আরসিবি-কলকাতা ২৯ মার্চ বেঙ্গালুরু ৮.০০ টা
১১ লখনউ-পাঞ্জাব ৩০ মার্চ লখনউ ৮.০০ টা
১২ গুজরাট-হায়দরাবাদ ৩১ মার্চ আহমেদাবাদ ৪.০০ টা
১৩ দিল্লি-চেন্নাই ৩১ মার্চ বিশাখাপত্তনম ৮.০০ টা
১৪ মুম্বাই-রাজস্থান ১ এপ্রিল মুম্বাই ৮.০০ টা
১৫ আরসিবি-লখনউ ২ এপ্রিল বেঙ্গালুরু ৮.০০ টা
১৬ দিল্লি-কলকাতা ৩ এপ্রিল বিশাখাপত্তনম ৮.০০ টা
১৭ গুজরাট-পাঞ্জাব ৪ এপ্রিল আহমেদাবাদ ৮.০০ টা
১৮ হায়দরাবাদ-চেন্নাই ৫ এপ্রিল হায়দরাবাদ ৮.০০ টা
১৯ রাজস্থান-আরসিবি ৬ এপ্রিল জয়পুর ৮.০০ টা
২০ মুম্বাই-দিল্লি ৭ এপ্রিল মুম্বাই ৪.০০ টা
২১ লখনউ-গুজরাট ৭ এপ্রিল লখনউ ৮.০০ টা
গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram