৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

শেখ হাসিনা আমাকে নৌকা দেবেন এটা আমার বিশ্বাস : নিক্সন চৌধুরী

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ফেব্রুয়ারি ৪, ২০২৩
22
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
নিক্সন চৌধুরী | ছবি : 

ডেস্ক রিপোর্টঃ ফরিদপুর-৪ (ভাঙ্গা-চরভদ্রাসন-সদরপুর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেছেন, ‘আমার বিশ্বাস আগামীতে নেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দেবেন। আর যদি নৌকা না দেন, আপনারা যা চাইবেন তা–ই হবে।

আপনারা যদি চান আমি নির্বাচন করি, তাহলে আমি নির্বাচন করব। ’
শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের ভাঙ্গার কুমার নদের ওপর নির্মিত বাবলাতলা-ভাঙ্গা এ আর ভূঁইয়া সেতুর উদ্বোধন শেষে এক জনসভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন>>>নড়াইলে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

নিক্সন চৌধুরী বলেন, ‘গত জেলা পরিষদ নির্বাচনে চ্যালেঞ্জ দিয়ে প্রার্থী দিয়েছিলাম। আমার মুখের দিকে তাকিয়ে হলেও আমার প্রার্থীকে জেলা পরিষদ নির্বাচনে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমার ইমান শক্ত, আমি জনগণের জন্য কাজ করেছি। ’

যুবলীগের এ প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘২০১৪ সালে কয়েকটি পরিবার ও একজন ব্যক্তির বিপক্ষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। ২০১৮ সালে আমার যোগ্যতার মূল্যায়ন করেছেন। জেলা পরিষদে ফরিদপুর জেলা জয় করেছি। আমার বিশ্বাস আগামীতে নেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দেবেন। ’

উল্লেখ্য, ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের প্রার্থী কাজী জাফরউল্যাহকে পরাজিত করে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন মুজিবর রহমান নিক্সন চৌধুরী। ২০১৪ সালে তার প্রথম বিজয়ের পর থেকে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন আওয়ামী লীগ কাজী জাফরউল্যাহ ও সাংসদ নিক্সন চৌধুরী সমর্থক হিসেবে বিভক্ত হয়ে যায়।

ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সাহাদাত হোসেন, সাবেক অতিরিক্ত সচিব মজিবর রহমান, জেলা পরিষদের সদস্য আশিক ইকবাল, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সোবহান মুন্সী, ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর মুন্সী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram