২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

সাকিবকে 'ঘরে' ফেরাল কলকাতা নাইট রাইডার্স

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ডিসেম্বর ২৪, ২০২২
11
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
সংগৃহীত | ছবি : 

ডেস্ক রিপোর্ট: অতীতে একটা সময় আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ কাপাতেন সাকিব আল হাসান। গত বছর তাঁকে কোনও দল দলে নেয়নি। এবারের নিলামেও তিনি শুরুর দিকে অবিক্রিতই ছিলেন। তবে একেবারে শেষবেলায় সাকিবকে ১ কোটি ৫০ লক্ষ টাকায় দলে নিল কেকেআর।

সাকিবই এ বারের আইপিএল নিলামে বিক্রি হওয়া সর্বশেষ খেলোয়াড়। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত আইপিএলে কেকেআরের হয়ে খেলেছেন সাকিব। ২০২১ সালেও ফের একবার তাঁকে দলে নিয়েছিল কেকেআর। গত মরসুমে তিনি অবিক্রিতই ছিলেন। তবে এবার শেষবেলায় তাঁকে দলে নিল কেকেআর। সাকিবের আইপিএল রেকর্ড কিন্তু একেবারেই মন্দ নয়। ৭১টি ম্যাচে ৭.৪৪ রান প্রতি ওভারে ৬৩টি আইপিএল উইকেট রয়েছে সাকিবের দখলে। আইপিএলে ১২৪.৪৯ স্ট্রাইক রেট ও ১৯.৮২ গড়ে রান করেছেন সাকিব। নাইটদের হয়ে অতীতে দুইবার আইপিএল জয়ের কৃতিত্বও রয়েছে তাঁর দখলে। ফের একবার নাইটদের হয়েই খেলবেন তিনি।

তবে এবার কিন্তু তিনি একা নন, আরেক বাংলাদেশি তারকা লিটন দাসও কেকেআরের হয়েই খেলবেন। লিটনকেও নূন্যতম ৫০ লক্ষ টাকায় দলে নিয়েছে কেকেআর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram