৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

৪১ সালের বাংলাদেশ কেমন হবে সেই পরিকল্পনা চলছে....বিভাগীয় কমিশনার

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
ফেব্রুয়ারি ১, ২০২২
11
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
২০৪১ সালের বাংলাদেশ কেমন হবে
| ছবি : ২০৪১ সালের বাংলাদেশ কেমন হবে

এ রহমান, ঝালকাঠি প্রতিনিধিঃ বরিশালের নবাগত বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান বলেছেন, আগামী ৪১ সালের বাংলাদেশ কেমন হবে সরকার এখন সেই পরিকল্পনা করছে ।

তিনি আরও বলেন, পদ্মাসেতু চালু হলে ঢাকার সঙ্গে বরিশালের যোগাযোগের পথ সহজ হবে। বরিশালে শিল্পপ্রতিষ্ঠান হবে, মানুষের কর্মসংস্থান হবে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন>>>যশোরে কালেক্টরেট চত্তরে স্কুলছাত্রকে ছুরিকাঘাত

সরকারি সেবা তৃণমূলে পৌঁছে দেয়ার লক্ষ্যে ঝালকাঠি জেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনের সাথে মতবিনিময় সভা করেছেন বরিশাল বিভাগের নবাগত বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। মঙ্গলবার বেলা ১২টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নবাগত বিভাগীয় কমিশনার বলেন, আগের চেয়ে আমাদের সলক্ষমতা বেড়েছে। উন্নয়ন গ্রামে চলে গেছে। মানুষের চাহিদা সরকার বাস্তবায়ন করছে। তাই যারা উন্নয়ন কাজ করছেন, তাদের কাজের মান আরো বৃদ্ধি করতে হবে। সরকার চাচ্ছে ভালো কাজের স্বীকৃতি দিতে।
২০৪১ সালের বাংলাদেশ কেমন হবে
সরকারের পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। ঝালকাঠিকে সুন্দর করে সাজাতে হবে। এখানের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ধরে রাখতে হবে। এই জেলায় নদী আছে, প্রাকৃতিক সৌন্দর্য আছে, এটাকে আরো সমৃদ্ধ করতে হবে। যারা দায়িত্বশীল পদে থাকবে, তাদের আরো দায়িত্বশীল হতে হবে।

জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলার সকল উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও নির্বাহী কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
২০৪১ সালের বাংলাদেশ কেমন হবে
এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহআলম, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, প্রেসক্লাব সভাপতি বীরমুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত ও বীর মুক্তিযোদ্ধা শহীদ ইমাম পাশা। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram