৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

৩ বাংলাদেশি উইজডেনের এশিয়ার সেরা ওয়ানডে একাদশে

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
সেপ্টেম্বর ২৮, ২০২১
17
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
৩ বাংলাদেশি উইজডেনের এশিয়ার সেরা ওয়ানডে একাদশে
ছবি- সংগৃহীত | ছবি : ৩ বাংলাদেশি উইজডেনের এশিয়ার সেরা ওয়ানডে একাদশে

ক্রীয়া ডেস্কঃ ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) র‍্যাঙ্কিং বিবেচনা করে এশিয়ার ক্রিকেটারদের নিয়ে সেরা একাদশ নির্বাচন করেছে বিখ্যাত ক্রিকেট সাময়িকী উইজডেন। সেই একাদশে জায়গা পেয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটার
৩ বাংলাদেশি উইজডেনের এশিয়ার
উইজডেনের তৈরি করা এ একাদশে জায়গা পেয়েছেন পাঁচ ব্যাটার, দুই অলরাউন্ডার এবং চার বোলার। বাংলাদেশ ছাড়াও একাদশে জায়গা পেয়েছেন ভারত, পাকিস্তান এবং আফগানিস্তানের ক্রিকেটার। উইজডেনের একাদশে নেই কোনো লঙ্কান ক্রিকেটার।

আরও পড়ুন>>>এক বছর বাড়লো খালেদা জিয়ার জামিনের মেয়াদ

ওপেনিংয়ে জায়গা পেয়েছেন র‍্যাংকিংয়ে তৃতীয় স্থানে থাকা রোহিত শর্মা ও ১১ তম পাকিস্তানের ফখর জামান, শীর্ষ ব্যাটার বাবর আজমকে রাখা হয়েছে তিনে ব্যাট করার জন্য। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে চার নম্বরে রাখা হয়েছে।

আরও পড়ুন>>>পরীমনির সকল আলামত ফেরত দেওয়ার নির্দেশ

ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে রাখা হয়েছে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম। বর্তমানে আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছেন। এছাড়াও ছয় নম্বরে আছেন ব্যাটার র‍্যাঙ্কিংয়ে ১৩তম স্থানে থাকা মুশফিকুর রহিম।

আরও পড়ুন>>>এ বছর জেএসসি-জেডিসি পরীক্ষা হচ্ছে না: দীপু মনি

ব্যাটিং অর্ডারে ছয় নম্বরে থাকা মুশফিককে উইকেটরক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যাটিং অর্ডারের সাত নম্বরে সুযোগ পেয়েছেন মোহাম্মদ নবী। তিনি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দুই নম্বরে অবস্থান করছেন।

বোলারদের মধ্যে তিনজন পেসার এবং এক স্পিনারকে একাদশে রেখেছে উইজডেন। স্পিনার হিসেবে একাদশে জায়গা পেয়েছেন মুজিব উর রহমান। তিনি বোলার র‍্যাঙ্কিংয়ে ৩য় অবস্থানে আছেন।
৩ বাংলাদেশি উইজডেনের এশিয়ার
এছাড়াও পেসারদের মধ্যে জায়গা পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি, জাসপ্রিত বুমরাহ এবং মোস্তাফিজুর রহমান। র‍্যাঙ্কিংয়ে ১৩তম স্থানে আছেন শাহীন শাহ আফ্রিদি। এছাড়াও ৭ম স্থানে আছে জাসপ্রিত বুমরাহ এবং ১১তম স্থানে আছেন মোস্তাফিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram