মনিরামপুরে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি: আগামী ৩০ জানুয়ারী মণিরামপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আলহাজ্জ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান বিজয়ী করতে পৌর এলাকায় প্রতিটি মহল্লায় নেতা কর্মিদের ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে।
সাথে-সাথে আওয়ামীলীগ সরকারের সার্বিক উন্নয়নের চিত্র ভোটারদের সামনে তুলে ধরতে হবে। কারণ নৌকার বিজয়ী হলে মানুষের ভাগ্যর উন্নয়ন হয়। মণিরামপুর পৌর নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।
বুধবার দুপুরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দলীয় মেয়র প্রার্থী আলহাজ্জ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ: সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, সাবেক সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, পৌর আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেন, সাধারন সম্পাদক কামরুজ্জামান কামরুল, জেলা পরিষদের সদস্য গৌতম চক্রবর্তী, খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান গাজী মোহাম্মাদ আলী, নেহালপুর ইউনিয়ন আওয়ামীগের সভাপতি রুহুল আমিন, ভোজগাতি ইউনিয়ন আওয়ামীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম মোড়ল, উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক স ম আলাউদ্দিন, ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, ইউপি চেয়ারম্যান শামসুল ইসলাম মন্টু, জহুরুল ইসলাম, আব্দুল হক, এরশাদ আলী, আব্দুল হামিদ সরদার, মশিয়ূর রহমান, মনিরুজ্জামান মনি, গাজী মাযাহারুল আনোয়ার, বিপদ ভঞ্জন পাড়ে, জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম মিলন, ফারুক হোসাইন, রেক্সোনা পারভীন পান্নাসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকবৃন্দ।