১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

অভয়নগরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময়

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
মে ১৪, ২০২৪
44
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

ডেস্ক রিপোর্টঃ

যশোরের অভয়নগরে উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নাগরিক উদ্যোগের আয়োজনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও দেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য ও ধারণাপত্র পাঠ করেন, নাগরিক উদ্যোগ খুলনা বিভাগীয় সমন্বয়কারী মানিক দাস।

কাউকে বাদ দিয়ে নয় জোট খুলনা বিভাগীয় কমিটির সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল, যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা বেগম, তথ্যসেবা কর্মকর্তা সাদিয়া তারিম, উপজেলা এডভোকেসী নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সুনীল দাস, সদস্য এস জেড মাসুদ তাজ, নওয়াপাড়া প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, কোষাধ্যক্ষ মফিজুর রহমান দপ্তরী, নির্বাহী সদস্য রবিউল ইসলাম, অ্যাড. সুলতানা আরেফা মিতা, নাগরিক উদ্যোগের কর্মকর্তা পলাশ দাস প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়নের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্ধশত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram