নান্দাইলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ

এনামুল হক,ময়মনসিংহঃ ময়মনসিংহের নান্দাইলে মানসিক প্রতিবন্ধী তরুণীকে রাস্তা থেকে ডেকে নিয়ে ধর্ষণ করেন উজ্জল মিয়া নামে এক মুদি দোকানি।

শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে নান্দাইল উপজেলায় এ ঘটনা ঘটে।

ঘটনার এক দিন পার হয়ে গেলেও শনিবার পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।

পুলিশ বলছে অতি উৎসাহী হয়ে কোনো কাজ করা ঠিক না।ধর্ষণের শিকার তরুণী বা তার পরিবার কোনো অভিযোগ না দিলে পুলিশ কীভাবে ব্যবস্থা নেবে?

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান রুকন উদ্দিন বলেন, ওই এলাকার সড়কে ঘোরাফেরা করার সময় মুদি দোকানি উজ্জ্বল মিয়া একশ টাকার প্রলোভনে দোকানে ডেকে নিয়ে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করেন। পরে তার চিৎকারে লোকজন ছুটে এলে উজ্জ্বল দৌড়ে পালিয়ে যান।

তিনি আরও বলেন, সন্ধ্যার পর ঘটনাস্থলে গেলে স্থানীয় কিছু লোক ওই তরুণীকে খারাপ বলে আখ্যায়িত করে থানায় যেতে বাঁধা দেয়।

তারপরও চেষ্টা করেছি তাকে থানায় পাঠাতে। থানা-পুলিশ করতে হবে ভয়ে থানায় যেতে রাজি হয়নি ভুক্তভোগীর পরিবার।

পরে মুচলেকা দিয়ে ওই তরুণীকে তার বোনের হাতে তুলে দেয়া হয়।

বিষয়টি নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দকে জানিয়েছেন বলেও জানান রুকন উদ্দিন।

এ বিষয়ে ওসি মিজানুর রহমান বলেন, ওই ভুক্তভোগী বা তার পরিবার এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেয়নি।

ভুক্তভোগীর খোঁজ-খবর নিয়েছিলেন কি-না জানতে চাইলে তিনি বলেন, খোঁজ-খবর নেয়া হবে।

 

সূত্রঃ জাগো নিউজ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here