খুলনার কয়রায় গোয়েন্দা পুলিশের অভিযানে ৫ জুয়াড়ী আটক ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের জেল

এম রুহুল আমীন ॥
খুলনার কয়রায় ৫ জুয়াড়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করেছে। খুলনা জেলা গোয়েন্দা পুলিশের সূত্র জানায়,
বুধবার বেলা ৩ টায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়ার নেতৃত্বে এস আই মোঃ নাজমুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মাদকদ্রব্য উদ্ধার, চোরাচালান চক্র গ্রেফতারে বিশেষ অভিযান চলাকালে কয়রা থানাধীন আমাদি বাজারে অবস্থান করে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে কয়রা থানাধীন নাকশা মধ্যপাড়া গ্রামস্থ আজহারুলের মৎস্য ঘেরের বাসায় অভিযান চালিয়ে নাকশা গ্রামের সিরাজুল শেখের পুত্র ইকরামুল শেখ (৩০), আঃ খালেক গাজীর পুত্র আইয়ুব গাজী (২৬), সোবহান মিস্ত্রীর পুত্র মোঃ মুকুল হোসেন (৩০),মৃত উজির আলী গাইনের পুত্র তোফায়েল হোসেন (৩৪), মুক্তার মিস্ত্রীর পুত্র জাহাঙ্গীর মিস্ত্রী (৪০),কে আটক করে। এসময় তাদের নিকট থেকে নগদ টাকা ও তাস খেলার সামগ্রী জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের জব্দকৃত আলামত সহ কয়রার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here