চুয়াডাঙ্গায় গৃহবধূকে নৃশংসভাবে গলা কেটে হত্যা, ঘর থেকে টাকা-স্বর্ণ লুট
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দৌলতদিয়াড়ে নিজ বাড়িতে অঞ্জলী রানী বিশ্বাস (৫৫) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২০ অক্টোবর) সকাল ১০টার পর কোনো এক সময় দক্ষিণ পাড়ার ওই বাড়িতে ঢুকে তাকে হত্যা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী গণেশ প্রামাণিকের সাথে তিনি ওই বাড়িতে একাকী বসবাস করতেন। রবিবার সকালে স্বামী কাজে বেরিয়ে গেলে অঞ্জলী রানী বাড়িতে একা ছিলেন। অনেকক্ষণ তার সাড়া না পেয়ে এক স্বজন এসে বাড়িতে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকিয়ে গৃহবধূর গলাকাটা মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখেন। এরপর পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
স্বজনদের দাবি, ঘর থেকে কিছু টাকা ও স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, চুরি করতে এসে গৃহবধূর উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা তাকে নৃশংসভাবে হত্যা করে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান বলেন, "আমরা হত্যার ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করছি এবং দ্রুতই প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।"
এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং পুলিশ তদন্তে নেমেছে।