২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

কাল পয়লা জুন Happy Parents' Day

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
মে ৩১, ২০২২
9
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
Happy Parents' Day
| ছবি : Happy Parents' Day

স্বাধীন কন্ঠ ডেক্সঃ পৃথিবীতে একমাত্র পিতা-মাতাই তাদের সন্তানকে নিঃশর্তভাবে ভালবাসেন, প্রতিদানে তাঁরা কখনোই কিছুই চান না। জীবনের প্রতিটা ক্ষেত্রে সন্তান যাতে সফলভাবে এগিয়ে যেতে পারে সেজন্য মা-বাবা সর্বদা দোয়া করে ও সন্তানের পাশে থাকে, সাপোর্ট করে।

তাই পিতা-মাতার প্রতি সম্মান জানাতে জাতিসংঘ প্রতিবছর পয়লা জুন Global Day of Parents উদযাপন করে।

১৯৯৪ সালে আমেরিকাতে প্রথম এই দিবসটি উদযাপন শুরু হয়েছিল। তার পর থেকে বিশ্বের অন্যান্য দেশও এই দিবস পালন করা শুরু করে।

তাই এই বিশেষ দিনে আপনার পিতা-মাতাকে শুভেচ্ছা জানান এই মেসেজগুলি পাঠিয়ে।

# দুনিয়ার সব কিছুই বদলাতে পারে, কিন্তু মা-বাবার ভালবাসা কখনও বদলায় না। Happy Parents' Day

# জীবনে চলার পথে প্রতিটা মুহুর্তে আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য তোমাদের ধন্যবাদ। Happy Parents' Day

# আজ আমি যা কিছু শিখেছি, যা কিছু অর্জন করতে পেরেছি, তার সবটাই হয়েছে তোমরা পাশে থাকার জন্যে।

# তোমরাই আমাকে শিখিয়েছ জীবনে শক্ত থেকে কীভাবে লড়াই করে যেতে হয়, চিরদিন তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব।

# ভালো-মন্দ সবকিছুতে তোমরাই উৎসাহ দিয়েছ আমাকে, বিনিময়ে কখনোই কিচ্ছু চাওনি আমার কাছে, তার জোরেই পথ হেঁটেছি আমি, তাই তোমাদের ধন্যবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram