৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
shadhin kanto

মারা গেছেন বিচারপতি টি এইচ খান

প্রতিনিধি :
স্বাধীন কণ্ঠ
আপডেট :
জানুয়ারি ১৬, ২০২২
9
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
মারা গেছেন বিচারপতি টি এইচ খান
ছবি- সংগৃহীত | ছবি : মারা গেছেন বিচারপতি টি এইচ খান

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ সুপ্রিম কোর্টের সবচেয়ে প্রবীণ আইনবিদ ও বরেণ্য ব্যক্তিত্ব বিচারপতি তাফাজ্জাল হোসেন (টি এইচ) খান ইন্তেকাল করেছেন।

রোববার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৫টায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

টি এইচ খানের ছেলে সিনিয়র সাংবাদিক ও সিনিয়র আইনজীবী আফজাল এইচ খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বেলা ৫টায় আব্বা আমাদের ছেড়ে চলে গেছেন। বার্ধক্যজনিত জটিলতাসহ নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি।’

সোমবার সুপ্রিম কোর্টে প্রবীণ এই আইনজ্ঞের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

আরও পড়ুন>>>যশোরের মনিরামপুরে ইলেক্টিক শক করে মাছ ব্যাবসায়ীর মৃত্যু

তিনি জানান, এর আগে গত ৯ ডিসেম্বর অসুস্থ অবস্থায় তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার উন্নতি হলে ৬ জানুয়ারি বাসায় আনা হয়।

এর আগে ১০২ বছরে পা দেয়া খ্যাতিম্যান এই প্রবীণ আইনজীবীকে গুরুতর অসুস্থ অবস্থায় রোববার ভোরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়।

গত ২১ অক্টোবর বিচারপতি টি এইচ খানের ১০২তম জন্মদিন জন্মদিন উদযাপন করা হয়।

১৯২০ সালের ২১ অক্টোবর ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলাধীন ঔটি গ্রামে জন্মগ্রহণ করেন দেশবরেণ্য এই আইনবিদ।

১৯৪৭ সালে আইন পেশায় যোগ দেন তিনি। বর্তমানে তিনি দেশের প্রবীণতম আইনজীবী। বিচারপতি টি এইচ খানের প্রকৃত নাম মো: তাফাজ্জাল হোসেন খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরম খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram